skill

আই এস এস বি-র চাওয়া

অনেকেই আমাকে প্রশ্ন করো- আসলে আইএসএসবিতে কি দেখে, তারা কি চায়?
এক কথায় উত্তর দেয়া মুশকিল, তারপরেও বলি। তারা তোমার ভেতর এমন কিছু দক্ষতা কিংবা বৈশিষ্ট্য দেখতে চায় যাতে বুঝতে পারা যায় যে তুমি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে এবং প্রশিক্ষণের পর একজন অফিসার হিসেবে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
বিবেচ্য বিষয়সমূহের মধ্যে
শারিরীক ও মানসিকভাবে স্বাভাবিক ও সবল কিনা
চারিত্রিক গুণাবলী ও পারিপার্শ্বিক বিকাশ
বুদ্ধিমত্তা ও সাহসিকতা
ব্যক্তিক ও দলগত আচরণ
ভাষাগত জ্ঞান ও দক্ষতা
কঠোর প্রশিক্ষণের জন্য শারিরীক ও মানসিকভাবে প্রস্তুত কিনা
ইত্যাদি বিষয়াবলী গুরুত্বপূর্ণ।
তোমাকে শুধু মনেপ্রাণে স্বপ্ন দেখলেই চলবেনা, বরং স্বপ্ন সার্থকের জন্য জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে হবে।

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *