কিভাবে নিজেকে সামরিক বাহিনীর একজন যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলবো?
১) তুমি কি সাইকেল চালাতে পার কিংবা সাঁতার? লং জাম্প কিংবা হাই জাম্প দিয়েছ কখনো? ফুটবল, ক্রিকেট কিংবা অন্য কোন আউটডোর খেলা দেখলে তোমার কি মনে হয় না আমি একটু খেলি? কখনো খেলেছ এগুলো? সকালে বিকালে দৌড়াতে পারবে ৩০ মিনিট করে? লোকে তোমাকে দেখে যাই বলুক, তুমি কি পারবে- নিজের বিশ্বাস অটুট রেখে সামনে এগিয়ে যেতে?
২) কথা বলতে পারো- যা ইচ্ছা, সবার সামনে? মনের সব ভাব কাগজে ফুটিয়ে তুলতে পার? বাংলা ও ইংরেজীতে? যুক্তি দিতে পারো- নিজের মত?
৩) ১০০ টাকায় কয়টা ডিম পাওয়া যায়- অঙ্কে যেমন পার, বাস্তবেও কি হিসেবটা পার, দোকানে গিয়ে? ম্যাপ দেখে নিচের স্কেল অনুযায়ী জায়গার দূরত্ব বলতে পারো? উত্তরে ফিরে ডান বাম এর দিক সঠিকভাবে বলে পার? দাদার ছেলেদের সবাই তোমার চাচা হয়, তেমনি নানার ছেলেদের বোনেরা কি হয়- বুঝ? তাদের সাথে নিয়মিত যোগাযোগ পরিচয় আছে?
৪) তুমি মিথ্যা বল না, নেশা কর না, অসামাজিক কাজে জড়িত নাই- সত্যি?
৫) তোমার একাডেমিক লেখাপড়ায় পিছিয়ে নেই তো? মিশুক, সামাজিক এবং অধ্যবসায়ীতো? ভাল বই কিংবা ভাল কোন ছবিতে মন টানে?
নিজেকে এবার নিজের আয়নায় মিলিয়ে নাও। দক্ষতার কোন শেষ নাই, মাপকাঠি নাই, আছে শুধু তুলনা। সামরিক বাহিনীতে যাও কিংবা না, কিন্তু একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠ সবার আগে।
আমি যখন মিলিটারী একাডেমীতে যোগ দেই, তখন এগুলোর সবই ছিল আমার মধ্যে, কিন্তু পরিমানে কম। সেখানে গিয়ে আরো কষ্ট সহিষ্ণু হয়েছি, দক্ষতা বেড়েছে, নতুন জ্ঞান লাভ করেছি। চেষ্টা আর পরিশ্রমের কোন বিকল্প নাই। সুতরাং আর দেরী কেন? বাহো বৈঠা…
(নারী দিবস উপলক্ষে আমার উপলব্ধি- কামরুল হাসান, লেখক- হেলমেট ডিফেন্স সার্ভিসেস হ্যান্ডবুক)
সাহস:
দ্রুত হ্যাঁ অথবা না লিখঃ
১. আমার জীবনে এমন অনেক কাজ আছে, সাহস করে করে ফেলেছি।
২. কোন কাজ শেষ না হলে সময় শেষে নতুন কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
৩. আমি সহজেই হাল ছেড়ে দেই না। কোন কাজ শেষ না হলে ঐ কাজ শেষ করেই উঠি।
৪. আমি দ্রুতই গুরুজনদের পরামর্শ শুনে সফলতা পাব- আশা করছি।
৫. মাঝে মাঝেই কারো কথা ছাড়া আমি নতুন কাজ করে ফেলি।
৬. আমি সাহস করে কোন কাজ করি নাই।
৭. আমার ইচ্ছা হয় আমি খুব পরিশ্রম করে তারপর সফল হব।
৮. আমার বাবা-মা ও শিক্ষক এর নির্দেশ অনুযায়ীই আমি সকল কাজ করি।
প্রজ্ঞা এবং জ্ঞান
প্রজ্ঞা এবং জ্ঞান
1. নতুন গল্প/ কবিতা লিখতে আমি পারদর্শী-
2. আমার তেমন কোন অভিজ্ঞতা আমি কাজে লাগাই না-
3. নতুন গল্পের বই, নতুন সিনেমা, নতুন পরিবেশ আমার ভাল লাগে-
4. আমি একই কাজ সব সময় একই ভাবে করতে ভালবাসি-
5. মানুষের কথা নিয়ে আমি বেশী মাথা ঘামাই না-
6. পুরাতন জায়গা ও মানুষ আমার কাছে বেশী নিরাপদ মনে হয়-
7. নতুন বিষয় শিখতে আমার কোন কষ্ট লাগে না-
8. নতুন বিষয় শিখতে আগে ঐ বিষয়ে শিখলে কি লাভ সেটা নিয়ে ভেবে দেখি-
9. একই কাজ একভাবে না করে আমি মাঝে মাঝে অন্য ভাবে করে ফেলি-
10. আমার সম্পর্কে কে কি বলে সেটা আমি মনে রাখি-
11. আমি আমার অভিজ্ঞতা থেকে শেখা বাস্তবতা সব সময় কাজে লাগাই
12. নিজে তৈরি করার চেয়ে আমি মুখস্ত করতেই বেশী পছন্দ করি-